“ব্র্যান্ড বাংলা”-কে শপিংমল বলার কারণ হচ্ছে, আমরা একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে নানা ধরনের সেবা দিচ্ছে। যা আপনি ঘরে বসেই পাচ্ছেন—বাজারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এখানে রয়েছে খাঁটি পণ্যের সমাহার যেমন মধু, খেজুরের গুড়, গুঁড়া ও বাটা মসলা, ঘি, সরিষার তেল, আঁচার ইত্যাদি। রয়েছে বাগান সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ যেমন সার ও ওষুধ। এছাড়াও আমরা দিচ্ছি সুস্বাদু খাবারের রেসিপি, গল্প-কবিতা-প্রবন্ধসহ নানা সাহিত্যিক উপকরণ, সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং ইসলামের জ্ঞান। এক কথায়, “ব্র্যান্ড বাংলা” আপনার অনলাইন জীবনধারার সম্পূর্ণ সমাধান। যেখানে এক জায়গায় সবকিছু পাওয়া যায়।
“ব্র্যান্ড বাংলা”-এর যাত্রা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা শত শত অর্ডার সফলভাবে ডেলিভারি করেছি—একটিও ফেরত আসেনি, আলহামদুলিল্লাহ্। আমাদের প্রিয় গ্রাহকরা পণ্য হাতে পেয়ে খুশি হয়েছেন, প্রশংসা করেছেন, আবার অনেকেই তাদের আত্মীয়-স্বজনকে আমাদের কথা বলেছেন। আপনিও “ব্র্যান্ড বাংলা”-কে বিশ্বাস করে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তে। আমরা আপনাকে সেই আস্থা দিচ্ছি—যদি পণ্যটি আপনার পছন্দ না হয়, আপনি ডেলিভারিম্যানের কাছেই তা সঙ্গে সঙ্গে ফেরত দিতে পারবেন, ইনশাআল্লাহ্ এবং আপনাকে কোনো ডেলিভারি চার্জও প্রদান করতে হবে না।
আমরা চাই, আপনি শুধু পণ্যই নয়—একটি ভালো অভিজ্ঞতাও নিয়ে যান “ব্র্যান্ড বাংলা” থেকে। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাশে থাকুন, দোয়া করুন। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।